শেখ রাসেলের জন্মদিনে শিল্পকলার আয়োজন

'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস'—এ প্রতিপাদ্য নিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ সোমবার সকাল ৯টায় একাডেমিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সকাল ১১টায় জাতীয় চিত্রশালা প্লাজায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী'র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।
Comments