শ্রীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পারভেজ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আবাদার সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ একই উপজেলার হয়দেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন কালুর ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, র্যাবের একটি টহল টিম ঘটনাস্থলের আশপাশে গেলে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে র্যাবও পাল্টা গুলি চালালে ওই যুবক আহত হন। সেখান থেকে তার সঙ্গীরা পালিয়ে যান। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটানস্থল থেকে ১ হাজার পিস ইয়াবা, একটি তাজা বুলেট পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। নিহতের লাশ শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, থানায় ওই যুবকের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ সাতটি মামলা ও একাধিক পরোয়ানা রয়েছে।
নিহতের শ্বশুর আফাজ উদ্দিন জানান, নিহত পারভেজ সপরিবারে একই উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শ্বশুরবাড়ি থাকতেন। তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। তারা লোকমুখে শুনেছেন ৩০ জুলাই রাতে তাকে গলদাপাড়া থেকে কারা যেন ধরে নিয়ে গেছে। এরপর আজ রোববার র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের খবর পেয়েছেন।
Comments