‘সাংবাদিক অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে’

ছবি: প্রথম আলোর সৌজন্যে

সাংবাদিকরা ভুল করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রেখে একটি আইন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।

মঙ্গলবার রাজশাহী সার্কিট হাউসে 'প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ' শীর্ষক সাংবাদিকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

প্রশিক্ষণের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আইনের খসড়া এখন মন্ত্রিসভায় রয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে পাস হতে পারে।

দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া ৪৪ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন বিপিসি চেয়ারম্যান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেন। তিনি মনে করতেন যে, সাংবাদিকরা এমন এক শ্রেণির মানুষ যাদের তিরস্কার করাই একটি বড় শাস্তি। প্রেস কাউন্সিল আইনে কোনো অন্যায়ের জন্য বেশিরভাগ সাংবাদিককে তিরস্কার করা হয়। তিরস্কার একজন মানুষের জন্য একটি বড় শাস্তি। এতে তাদের আত্মসম্মানে আঘাত লাগবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন আইন দরকার।'

নিজামুল হক বলেন, 'এখন যে কেউ সাংবাদিক হচ্ছে। তারা মানুষকে ব্ল্যাকমেইল করছে। সাংবাদিকতার নামে 'সাংঘাতিকতা' চলছে। এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক। এ কারণে সাংবাদিক কারা তা নির্ধারণ যেমন জরুরি হয়ে পড়েছে, তেমনি প্রয়োজন নতুন আইনও। সাংবাদিকতা আদা ব্যবসায়ীদের জন্য নয়। সাংবাদিকতা প্রকৃত সাংবাদিকদের জন্য।'

নতুন আইন সম্পর্কে মো. নিজামুল হক বলেন, 'কোনো সাংবাদিক অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে নতুন আইনে। তবে আমি ব্যক্তিগতভাবে এক দিনের জেলের পক্ষপাতী। জেলে গেলে তাঁর মনে হবে যে আমার কাজটা অন্যায় হয়েছিল। আর করা যাবে না। এই আইনটা কেবিনেটে আছে। আশা করছি, আগামী সংসদেই পাস হয়ে যাবে।'

তিনি আরও বলেন, প্রেস কাউন্সিল পিআইবির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের তালিকা তৈরি করছে। মিডিয়া হাউস থেকে সাংবাদিকদের নাম সংগ্রহ করা হলেও তাদের তথ্য যাচাই করা হবে বলে জানান তিনি।

বিচারপতি নিজামুল হক আরও বলেন, 'অনেক নামি-দামি পত্রিকার সম্পাদকদের আত্মীয়স্বজন সাংবাদিক পরিচয় দেন। তারা আসলে সাংবাদিক নয়, অন্য কাজ করেন। প্রেস কাউন্সিলে এসব ব্যক্তিদের সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত করা যাবে না।'

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক উল্লেখ করে তিনি বলেন, 'তবে কারও নিয়োগপত্রসহ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাকে তালিকাভুক্ত করা হবে। একবার তালিকাভুক্ত হয়ে গেলে আপনি যা খুশি তা করতে পারবেন না। প্রত্যেক ৬ মাস পর পর সব সাংবাদিকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।'

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago