সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

আজ সোমবার সন্ধ্যায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মশাল মিছিল করেছে কয়েকটি সংগঠন।
ছবি: পলাশ খান/স্টার

আজ সোমবার সন্ধ্যায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মশাল মিছিল করেছে কয়েকটি সংগঠন।

শাহবাগ থেকে একটি মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে 'নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ'৷ গণজাগরণ মঞ্চের সংগঠকরা এ কর্মসূচির আয়োজন করেন৷

সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে আরেকটি মশাল মিছিল বের হয়৷ 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী'দের ব্যানারে এই মিছিলটির নেতৃত্বে দেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত৷

ছবি: পলাশ খান/স্টার

মিছিল শেষে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়৷ হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আগামী ১৯ এবং ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত৷

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সাম্প্রদায়িকতার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং অপরাজেয় বাংলা ভাস্কর্যের মুখে কালো পতাকা বেঁধে প্রতিবাদ জানানো হবে৷

এ ছাড়াও, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে আলোর মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ৷ পরে এ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়৷ এ সময় তারা সাম্প্রদায়িকতার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি পেশ করে৷

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সংগঠন বলে দাবি করলেও তাদের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে তা স্বাধীনতার পঞ্চাশ বছরেও ঘটেনি।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বামপন্থী আটটি সংগঠনের উদ্যোগে 'ছাত্র-জনতার' ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি৷  

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

2h ago