সারা দেশে হাফ পাস ভাড়ার গেজেট দাবি শিক্ষার্থীদের

শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আমরান হোসেন.

রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা কোনো শর্ত ছাড়াই সারা দেশে বাসের হাফ পাস ভাড়ার গেজেট বিজ্ঞপ্তি ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছেন।

শাহবাগ এলাকায় বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যান এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

আগামীকাল শিক্ষার্থীরা তাদের নতুন কর্মসূচি হিসেবে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানাবেন।

বিক্ষোভকারীদের একজন ইনজামামুল হক জানান, ১৬টি জেলায় একযোগে নিরাপদ সড়কের দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে। বরিশালে ও ঢাকায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম যেন তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ না করে। এটি রাজধানীর একটি ব্যস্ততম সড়ক। যদি তারা সড়কটি অবরোধ করত তাহলে, জনসাধারণের দুর্ভোগ আরও বাড়ত। শিক্ষার্থীরা আমাদের অনুরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার দিকে এগিয়ে যায়।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago