সিলেটে বাড়ির ছাদ থেকে ২ বোনের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর মজুমদারি এলাকার একটি বাড়ি থেকে ২ বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে মজুমদারির কোনাপাড়া আবাসিক এলাকার একটি বাড়ির ছাদ থেকে কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) ও ফাতেমা বেগমের (২৭) মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'ছাদের কার্নিশে ২ বোনকে ঝুলন্ত দেখার পর স্থানীয়রা পুলিশকে জানালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।'
ওসি আরও জানান, '২ বোনের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।'
Comments