সেতু ভবনে দর্শনার্থী প্রবেশ সীমিত করা হলো

সেতু ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীতে সেতু ভবনে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল বুধবারের এক অফিস আদেশ মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে সেতু ভবনে আগত দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শুক্র ও শনিবার সেতু ভবন খোলা থাকবে বলে সেতু কর্তৃপক্ষের আরেকটি আদেশে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ২৫ জুন পর্যন্ত সেতু ভবনে ছুটির দিনে সব ধরনের ইউটিলিটি সুবিধাদিসহ সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সব অফিসের কার্যক্রম যথারীতি চালু থাকবে।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago