সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু

পর্যটন নগরী কক্সবাজারকে আকাশপথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত করার অংশ হিসেবে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে কক্সবাজারের হোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, 'সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজার আসতে পারবেন এবং কক্সবাজারের লোকেরাও উত্তরবঙ্গের দর্শনীয় স্থান দেখতে সেখানে সহজে যাতায়াত করতে পারবেন।'

তিনি আরও জানান, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, নৌবাহিনীর সাবমেরিন স্টেশন নির্মাণ, মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ, ৪টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, ৩টি পর্যটন পার্ক ও ১টি বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনসহ কক্সবাজারকে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন।

পর্যটনের প্রসারের লক্ষ্যে ভবিষ্যতে সোনাদিয়া ও কুতুবদিয়া দ্বীপেও পর্যটন সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

এর আগে, সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বিমানের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আবু সালেহ মোস্তফা কামাল।

আজ থেকে সপ্তাহে প্রতি বৃহম্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হবে।

Comments

The Daily Star  | English

SSC examinee dies in Uttara road crash after leaving exam centre

Nayeem's classmate Pallab Kumar Shil said they were students of Uttara High School and were appearing for their SSC exams this year

18m ago