সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে চলবে বিমান
যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগির সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ বুধবার বাংলাদেশ বিমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে।
এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুইটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এই ফ্লাইট।
শিগগির বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে বলে এতে বলা হয়েছে।
Comments