বাংলাদেশ

সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মো. ফয়জুর রহমান (৫০), মো. শাহজাহান সিরাজ (৫৮), মো. আজিজুল হক (৬৫) ও মো. মুস্তাফিজুর রহমান (৬১)।
মো. ফয়জুর রহমান ও মো. শাহজাহান সিরাজ (উপরে বাম দিক থেকে)। মো. আজিজুল হক ও মো. মুস্তাফিজুর রহমান। (নিচে বাম দিক থেকে)

সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মো. ফয়জুর রহমান (৫০), মো. শাহজাহান সিরাজ (৫৮), মো. আজিজুল হক (৬৫) ও মো. মুস্তাফিজুর রহমান (৬১)।

এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৪ জন পুরুষ।

ফয়জুর ও শাহজাহান গত ১৩ জুলাই এবং আজিজুল ও মোস্তাফিজুর ১৪ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

পোর্টালের তথ্য অনুযায়ী, সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা ফয়জুরের পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯ ও হজ আইডি ০৫৭৬০৩৩। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা শাহজাহানের পাসপোর্ট নম্বর ইজি ০৮০২১৮২ ও হজ আইডি নম্বর ০১২২০৫২। কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা আজিজুলের পাসপোর্ট নম্বর ইই ০৫৬৭৪২৫ ও হজ আইডি নম্বর ১০৫৫০৭৫। টাঙ্গাইল সদরের বাসিন্দা মুস্তাফিজুরের পাসপোর্ট নম্বর এও ৩৪৯১২২৯ ও হজ আইডি নম্বর ১২৯৫০৯৮।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank headquarters is seen in Dhaka

Will BB steps build up reserves? Not so soon

Bangladesh Bank’s steps to boost the country’s foreign currency reserves will not yield any positive results overnight.

12h ago