স্কুল কমিটির নির্বাচনে হারলেন সংসদ সদস্য
খুলনার একটি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন করে হেরে গেলেন স্থানীয় সংসদ সদস্য। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উপজেলা চেয়ারম্যান।
খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
প্রার্থীরা হলেন খুলনা-৪ (রূপসা- তেরখাদা-দিঘলিয়া) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এবং উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা চম্পা জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে স্থানীয় এমপি আব্দুস সালাম মুর্শেদী এবং উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম প্রার্থী ছিলেন। ভোটার ছিলেন ৯ জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোটাররা ভোট দেন। এতে উপজেলা চেয়ারম্যান ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আব্দুস সালাম মুর্শেদী পেয়েছেন ৩ ভোট।
Comments