স্টিল মিলের স্ক্র্যাপে মিলল মর্টার শেল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি রি-রোলিং মিলের স্ক্র্যাপের ভেতরে প্রায় ১০ কেজি ওজনের একটি মর্টার শেল পাওয়া গেছে।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা সেটিকে নিষ্ক্রিয় করেছে।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) জন্য আমদানি করা স্ক্র্যাপের মধ্যে মর্টার শেলটি পাওয়া যায় এবং বিএসআরএমের কর্মীরা প্রথম এটি দেখতে পায় বলে জানিয়েছে পুলিশ।

পরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। পরে সিএমপি কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন।
বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি বিদেশ থেকে আমদানি করা লোহার স্ক্র্যাপের চালানের সঙ্গে মর্টার শেলটি চলে এসেছে। চালানটি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনলোড করা হয় এবং পরে কারখানার ভেতরে আনা হয়।'
জানতে চাইলে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ইনচার্জ পুলিশ পরিদর্শক আফতাব হোসেন ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে আমাদের একটি দল কারখানায় গিয়ে মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে।'
Comments