হাফ ভাড়ায় সরকারের ভর্তুকি চায় পরিবহন মালিকরা

সরকার ভর্তুকি দিলে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে পরিবহন মালিকরা রাজি হবেন। গণপরিবহনে শিক্ষার্থীদের 'হাফ ভাড়া'র দাবির ব্যাপারে আজ বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয় বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা।
ছবি: প্রবীর দাস/স্টার

সরকার ভর্তুকি দিলে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে পরিবহন মালিকরা রাজি হবেন। গণপরিবহনে শিক্ষার্থীদের 'হাফ ভাড়া'র দাবির ব্যাপারে আজ বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয় বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ অবস্থায় পরিবহন মালিকদের যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, তবে সরকার বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীতে গত কয়েকদিন থেকেই আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে আজ আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নজরুল বলেন, 'সরকার শিক্ষার্থীদের দাবিকে আন্তরিকভাবে নিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। এজন্য আমরা পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের ডেকেছি।'

'তারা (মালিক প্রতিনিধিরা) বলেছেন যে তারা অর্ধেক ভাড়ার বিরোধিতা করছেন না, তবে তারা এ ক্ষেত্রে ভর্তুকি চান,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'তবে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে তাদের বলা হয়েছে।'

বৈঠকে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে কথা বলে একটি প্রস্তাব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Nor’wester brings relief, triggers waterlogging in Ctg

The nor'wester or kalboishakhi, a storm that is natural to this season, struck the port city and adjoining areas immediate after 3:00pm and the downpour followed soon afterwards

1h ago