হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রামের হালদা নদীতে তৃতীয় দফায় ডিম ছাড়া শুরু করেছে মা মাছ।
হালদা নদী থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে। ছবি: স্টার

চট্টগ্রামের হালদা নদীতে তৃতীয় দফায় ডিম ছাড়া শুরু করেছে মা মাছ।

আজ শুক্রবার রাত ২টার পর থেকে হালদা নদীর কয়েকটি স্থানে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ মাছের কিছু ডিম সংগ্রহ করা হয়েছে।

মদুনাঘাটের ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা নদীতে ডিম পাচ্ছি।'

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া ডেইলি স্টারকে বলেন, 'হালদায় ২০০টি নৌকার মাধ্যমে জেলেরা ডিম সংগ্রহ করছেন।'

হালদা নদী। স্টার ফাইল ছবি

তিনি বলেন, 'হালদা নদীতে এ বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। জেলেরা রাত ২টার পর থেকে ডিম সংগ্রহ করছেন। এখনো ডিম সংগ্রহের কাজ চলছে।'

এ বছর তৃতীয়বারের মতো ডিম ছাড়লেও তা পর্যাপ্ত নয়, অল্প পরিমাণে ডিম ছেড়েছে। রাত ২টা থেকে যারা ডিম সংগ্রহ করছেন তারা মোটামুটি ভালো পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন। তবে সেসময় নৌকার সংখ্যা কম ছিল। সকাল থেকে ২ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছেন, তবে সকালে ডিমের পরিমাণ কম ছিল বলেও জানান তিনি।

এর আগে, গত ১৫ মে হালদা নদীতে প্রথম ও দ্বিতীয় দফায় ডিম ছেড়েছিল মা মাছ।

Comments