হাসপাতালের ১১তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের ১১তলা থেকে পড়ে রিয়াজ উদ্দিন (৪৩) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

আজ রোববার আনুমানিক সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতালের ১১ তলার জানালা থেকে নিচে পড়ে যান।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ মিরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। আগামীকাল ময়নাতদন্ত করা হবে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রিয়াজ উদ্দিন রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন। তার আত্মীয়-স্বজন জানিয়েছেন, দীর্ঘাদিন ধরে গ্যাস্টিক-আলসার ও পাইলসের সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে তার নিউরোলোজিক্যাল সমস্যাও ছিল। দুদিন আগে তার প্রচণ্ড ব্যথা শুরু হয়, ব্যথার কারণে আজ তাকে ইবনে সিনা হাসপাতালে আনা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।'

'সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৯টা ৪৭ মিনিটে তিনি ১১ তলায় ওঠেন। এরপর জানালার গ্রিলের পাশে একটি পানির বোতল ও কাগজ রাখা দেখা গেছে', বলেন ওসি মুস্তাজিরুর রহমান।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

55m ago