১২৩তম জন্মদিনে জীবনানন্দ দাশকে স্মরণ

ছবি: স্টার

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মবার্ষিকী আজ ১৭ ফেব্রুয়ারি।

এ উপলক্ষে বরিশালে জাতীয় কবিতা পরিষদ (বরিশাল শাখা) আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। 

সভায় বরিশালে কবির পৈত্রিক বাড়িতে তার স্মরণে একটি ইনস্টিটিউট গড়ে তোলার আহবান জানান বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।

আজ সকাল ৯টায় নগরীর জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ ভবনে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

ছবি: স্টার

এ বিষয়ে প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার সভাপতি অপূর্ব গৌতম দ্য ডেইলি স্টারকে জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
 
অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের (বরিশাল শাখা) সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা সভা পরিচালিত হয়। 

সভায় অংশ নেন কবি শোভন কর্মকার, ছড়াকার সুভাষ দাশ নিতাই, আরিফ আহমেদ, কবি দেবাশীষ হালদার, লেখক হাসিনা বেগম, কবি কাজী সেলিনা, বাহাউদ্দীন গোলাপ, শিল্পী বিমল চক্রবর্তী ও কবি মোস্তাক আল মেহেদী।  

আলোচনা সভার বক্তারা বরিশালে নিয়মিত জীবনানন্দ উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি আহবান জানান।

এ ছাড়া কবি ও লেখকরা জেলা প্রশাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে কবির পৈতৃক বাড়িতে একটি ইনস্টিটিউট গড়ে তোলার প্রস্তাব দেন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago