১৫ জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে লঞ্চ চলবে
অর্ধেক আসন খালি রেখে আগামী ১৫ জুলাই থেকে দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। আজ সোমবার রাতে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ জুলাই থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্তে লঞ্চও চলাচল করবে।
লঞ্চ চলাচল করলেও, অর্ধেক জায়গা ফাঁকা রাখতে হবে। তবে, এতে ডেকের ভাড়া বাড়তে পারে বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি একটি ভালো সিদ্ধান্ত। লঞ্চগুলো চলাচল করলে আগের মতো বিশৃঙ্খলভাবে কেউ বাড়ি যাবে না। এতে দীর্ঘদিন ধরে নৌ পরিবহন শ্রমিকদের কিছুটা হলেও সংকট দূর হবে।’
‘ইতোমধ্যে আমরা টিকিটও কাটতে শুরু করেছি,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘একটা লঞ্চে অনেক জায়গা থাকে, অর্ধেক জায়গা খালি রাখলেও কোন সমস্যা হবে না।’
Comments