১৬ হাজার শিক্ষার্থীর লাল-সবুজের পতাকা তৈরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে লাল ও সবুজের ক্যাপ পরে জাতীয় পতাকা তৈরি করা হয়।
আজ বৃহস্পিতবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ডা. আ আ ম মেসবাহুল হক স্টেডিয়ামে এ পতাকা তৈরি ও প্রদর্শন করা হয়।
স্টেডিয়ামে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে পতাকা তৈরির পাশাপাশি গ্যালারিতে আরও ১৪ হাজার মানুষ লাল ও সবুজ ক্যাপ পরে জাতীয় পতাকা প্রদর্শন করেন।

এ ছাড়া, ৪ উপজেলায় একইভাবে আরও ২০ হাজার পতাকা প্রদর্শিত হয়।
জেলা প্রশাসনের উদ্যেগে অনুষ্ঠিত এই অনুষ্ঠান থেকে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া হয়।

পরে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments