‘১ মিনিটে ঈদ বাজার’
ঈদে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী ঈদ বাজারের আয়োজন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
ঈদ উপলক্ষে গড়ে তোলা '১ মিনিটে ঈদ বাজার' রয়েছে ঈদের পোশাক, জুতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
আজ শনিবার দুপুরে হেমায়েতপুর এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ির সামনে ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এ বাজারটি স্থাপন করা হয়।
সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী বাজার থেকে বিনামূল্যে এক হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষকে ঈদের সব বাজার উপহার হিসেবে দেওয়া হয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধী মনু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এক মিনিটের ঈদ বাজার থেকে চেয়ারম্যান সাহেব আমাকে চাল, ডাল, চিনি, সেমাই, মুরগী, লুঙ্গি, পাঞ্জাবি, জুতাসহ ঈদের দিনের প্রয়োজনীয় জিনিপত্র বিনামূল্যে উপহার হিসেবে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে মেয়ে নিয়ে ঈদের দিনটা ভালোই যাবে।'
ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, 'আমি অসহায় মানুষকে আমাদের মন থেকে ভালোবাসি। ঈদের আনন্দ থেকে দুস্থ, অসহায় মানুষ যেন বঞ্চিত না হয় তারা যেন ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সে জন্যই এই ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করেছি। সবাই খুশি হয়েছে। প্রতি বছরই এই ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হবে।'
আগামীকালও '১ মিনিটে ঈদ বাজার' বসবে বলে জানান তিনি।
Comments