২০ রমজানের আগে শ্রমিকদের বেতন, বোনাসের দাবি

সাভারের আশুলিয়ায় ২০ রমজানের আগে পুরো মাসের বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকেরা।
২০ রমজানের মধ্যে বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন করেন সাভার আশুলিয়ার পোশাক শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ২০ রমজানের আগে পুরো মাসের বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকেরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব‍্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, দ্রব‍্যমূল‍্যের উর্ধগতির সময় শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে ঈদ উদযাপন করা সম্ভব নয়। ২০ রমজানের আগে শ্রমিকদের পুরোমাসের বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ করে ঘরমুখো শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে হবে।

এসময় শ্রমিকরা যেন ঈদ উদযাপন ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান সংগঠনটির শীর্ষ নেতারা।

মানববন্ধনে সাভার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিকসহ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার, আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি, আলাল মোল্লা আওয়াল, কার্যকারী সভাপতি সফিকুল ইসলাম নেওয়াজ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

24m ago