২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ সোমবার রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ২৭ এপ্রিলের আগাম টিকিট ২৩ এপ্রিল বিক্রি করা হবে। ২৮, ২৯, ৩০ এপ্রিল এং ১ মে তারিখের টিকিট যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল বিক্রি করা হবে।
৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে। বাকি ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে অনলাইনে।
Comments