২ পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মো. দলিল উদ্দিন ধলুর ছেলে।
ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া, হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তি মারা যান। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজিখালি নদীর গাঙ্গুটিয়া এলাকায় মাটি খনন নিয়ে জাকারিয়া ও কাওয়ালীপাড়া গ্রামের মতিয়ার রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যায় জাকারিয়া গাঙ্গুটিয়া বাজার এলাকায় এলে মতিয়ার রহমানের লোকজন সেখানে হাজির হয়। তারা জাকারিয়া আক্রমণ করলে পাশে থাকা ফরহাদ মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments