৩ মাস পর বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়া কয়লা খনি
বড়পুকুরিয়া কয়লা খনি। ছবি: কংকন কর্মকার/স্টার

তিন মাস বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

আজ বুধবার সকালে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার চেয়্যারম্যান নাজমুল হাসান ভার্চুয়ালি যু্ক্ত হয়ে এই কয়লা উত্তোলনের কাজ উদ্বোধন করেন বলে জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'খনির উন্নয়ন কাজের জন্য গত ৩০ এপ্রিল উত্তোলন বন্ধ করা হয়। গত ৩ মাস ১৩০৬ ফেজ উন্নয়ন কাজ শেষে আজ বুধবার আবার উত্তোলন শুরু হয়েছে।'

আগামী এক সপ্তাহ উত্তোলন পরীক্ষামূলকভাবে চলবে এবং আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তোল০নের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

'এই ১৩০৬ ফেজে প্রায় ৪ লাখ টন কয়লা মজুত আছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

46m ago