৪ ঘণ্টায় কুরবানির বর্জ্য অপসারণ করেছে বিসিসি

মাত্র ৪ ঘণ্টায় কুরবানির বর্জ্য অপসারণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এর জন্য একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নেয় সংস্থাটি।
আজ রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর ৩০টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনায় প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করেছেন।
বিসিসি পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, '২০টি ময়লাবাহী ও ২টি পানিবাহী গাড়ি এই বর্জ্য অপসারণে কাজ করছে। ইতোমধ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে ৫০ কেজি ব্লিচিং পাউডার দিয়েছি।'

তিনি আরও বলেন, 'এবার কুরবানির পরিমাণ কম হওয়ায় আমরা সন্ধ্যা ৬টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করতে পেরেছি।'
তিনি জানান বিগত বছরে কুরবানির বর্জ্য অপসারণে ৬ ঘণ্টা লাগলেও এবার মাত্র ৪ ঘণ্টায় তারা এই কাজ শেষ করতে পেরেছেন।
বিসিসির পরিচ্ছন্নতা কর্মী সুমন মোল্লা জানান, তারা ঈদের নামাজ শেষ করেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ৪ ঘণ্টায় সকল বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়ার পর বিসিসি কর্তৃপক্ষ তা বাস্তবায়ণের উদ্যোগ নেয়। মেয়র বলেন, 'সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানাই।'
Comments