৫ দিন আটকে থাকার পর নোঙর করেছে ২ বিদেশি জাহাজ

নাব্যতা সংকটে পাঁচ দিন আটকে থাকার পর অবশেষে মোংলা সমুদ্র বন্দরে নোঙর করেছে দুটি বিদেশি জাহাজ। আজ মঙ্গলবার বিকেলে মোংলা সমুদ্র বন্দরের হারবাড়িয়া এলাকায় জাহাজ দুটি নোঙর করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানামার পতাকা বহনকারী এমভি সিএস ফিউচার হারবাড়িয়া-১০ ও টুভালুর পতাকা বহনকারী এমভি পাইওনিয়ার ড্রিম 'হারবাড়িয়া-১১ তে নোঙ্গর করে। আউটার বারে পলি জমা ও পানি কম থাকায় জাহাজ দুটি পাঁচ দিন ধরে বন্দরের চ্যানেলের বাইরে আটকা পড়েছিল। নাব্যতা সংকট সমাধানের জন্য ৩ অক্টোবর ঘটনাস্থলে হপার ড্রেজার পাঠানো হয়েছিল। এরপর জাহাজ দুটি হারবাড়িয়ায় উঠে আসে।'
তিনি আরও বলেন, 'জাহাজ দুটি যেখানে আটকে ছিল, সেখান থেকে কিছু পণ্য আনলোড করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এটি জাহাজটিকে কিছুটা উঁচু করে তোলে। ড্রেজিং এবং জোয়ারের পানি বাড়ার ফলে বিকেলে জাহাজ দুটি হারবাড়িয়ায় পৌঁছেছে। এখান থেকে বার্জে পণ্য আনলোড করার পরে তাদের গন্তব্যে ফিরে যাবে।'
ক্যাপিটাল ড্রেজিং সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নকশায় আমাদের ক্যাপিটাল ড্রেজিং ছিল ৮ দশমিক ৫ মিটার। যেহেতু এই মৌসুমে ভারী বৃষ্টি হয়েছে। তাই বন্দরের প্রবেশ পয়েন্টে প্রচুর পলি জমে। আমরা এখনো ড্রেজার দিয়ে পলি অপসারণ করছি।'
গত ৩০ সেপ্টেম্বর পানামার পতাকাবাহী এমভি সিএস ফিউচার ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ১ অক্টোবর ১১ হাজার মেট্রিকটন সিরামিক পণ্য নিয়ে এমভি পাইওনিয়ার ড্রিম মোংলা বন্দরের বাইরের বারে এসে পৌঁছায়। তবে, নাব্যতা সংকটের কারণে তখন জাহাজ দুটি বন্দরের জেটিতে প্রবেশ করতে পারেনি।
Comments