৫ দিন পর নেত্রকোণার সঙ্গে রেল যোগাযোগ চালু

নেত্রকোণায় বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামত করায় ৫ দিন পর মোহনগঞ্জ থেকে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি ছেড়ে যায়। ছবি: সংগৃহীত

নেত্রকোণায় বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামত করায় ৫ দিন পর মোহনগঞ্জ থেকে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আজ বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আজ থেকে এ রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করবে।'

তিনি জানান, গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশন সংলগ্ন ইসলামপুর এলাকার রেলসেতুটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সে সময় মোহনগঞ্জ স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে এবং মোহনগঞ্জের সঙ্গে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

Comments