৮-১৪ জুলাই অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জুলাই ১৪ জুলাই পর্যন্ত সব ধরণের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জুলাই ১৪ জুলাই পর্যন্ত সব ধরণের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

আজ সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

তবে, চিকিৎসা, মানবিক সহায়তা, ত্রাণের জন্য কার্গো ফ্লাইট পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা যাবে বলে বেবিচক জানিয়েছে।

গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নেয়। এই বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ জুলাই বাড়ানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago