বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মুহাম্মদ আইনউদ্দিন বীর প্রতীক মারা গেছেন

মুক্তিযুদ্ধকালীন ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মুহাম্মদ আইনউদ্দিন বীর প্রতীক মারা গেছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কয়েক মাস ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
মেজর জেনারেল (অব.) জামিলউদ্দীন আহসান বীর প্রতীক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বাদ জোহর রাজধানীর মহাখালী ডিওএইচএস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৭১ সালে কুমিল্লা সেনানিবাসে পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতেন মুহাম্মদ আইনউদ্দিন। ১৯৭১ সালের ২৫ মার্চের ৭ দিন আগে থেকে বদলির কারণে তিনি ছুটিতে ছিলেন। ২৬ মার্চের পর কুমিল্লা সেনানিবাস থেকে পালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান এবং মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি।
প্রতিরোধ যুদ্ধে মুহাম্মদ আইনউদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার অ্যান্ডারসন খাল সেতু সংলগ্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রতিরোধ যুদ্ধ শেষে তিনি ভারতে যান। পরবর্তীতে নিয়মিত মুক্তিবাহিনীর 'কে' ফোর্সের অধীনে যুদ্ধ করেছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের ৯ অক্টোবর 'কে' ফোর্সের অধীনে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি পুরনো সেনা, ইপিআর, আনসার, মুজাহিদ ও গণযোদ্ধাদের নিয়ে ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হলে মুহাম্মদ আইনউদ্দিনকে এর অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মদ আইনউদ্দিন। ১৯৯৬ সালে মেজর জেনারেল হিসেবে অবসরে যান এই বীর মুক্তিযোদ্ধা।
মেজর জেনারেল (অব.) মুহাম্মদ আইনউদ্দিন বীর প্রতীকের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
Comments