ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ পরিবারকে ৮৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণে অন্টোরিয় সুপ্রিমকোর্টের রুল

ইরানের সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেন ইন্টারন্যাশনালের ফ্লাইটে থাকা ৬ কানাডিয়ান নাগরিকের পরিবারকে মোট ১০৭ মিলিয়ন কানাডিয়ান ডলার বা ৮৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
দুর্ঘটনায় নিহতদের ছবি নিয়ে ন্য়াযবিচারের দাবিতে হওয়া একটি মিছিল। ছবি: রয়টার্স

ইরানের সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেন ইন্টারন্যাশনালের ফ্লাইটে থাকা ৬ কানাডিয়ান নাগরিকের পরিবারকে মোট ১০৭ মিলিয়ন কানাডিয়ান ডলার বা ৮৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

এই ক্ষতিপূরণের অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৪ কোটি টাকার সমান।

অন্টোরিয় সুপ্রিম কোর্টের বিচারপতি এওয়ার্ড বেলোবাবা এই রায় দিয়েছেন বলে আজ মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল সোমবার ভুক্তভোগীদের আইনজীবী মার্ক আর্নল্ড জানিয়েছেন, ক্ষতিপূরণ বিষয়ে আদালতের রায় কার্যকরে কানাডা এবং কানাডার বাইরে ইরানি সম্পদের খোঁজ নিতেও বলেছেন আদালত।

২০২০ সালের ৮ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে। এতে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে থাকা ১৭৬ জন যাত্রী ও ক্রুয়ের সবাই মারা যান জানায় ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল।

যাত্রীদের মধ্যে ৫৫ জন কানাডার নাগরিক ও ৩০ জন স্থায়ী বাসিন্দা ছিলেন।

২০২০ সালের শেষে দিকে ইরান সরকার ভুক্তভোগী প্রতিটি পরিবারকে দেড় লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

Comments

The Daily Star  | English

Modi the favourite as India votes

India began voting Friday in a six-week election with an all but assured victory for Hindu nationalist Prime Minister Narendra Modi, as a weakened opposition is pushed to the sidelines

Now