কিউবায় ‘গ্যাস লিকেজে’ পাঁচতারকা হোটেলে বিস্ফোরণ, নিহত ২২
কিউবার সুপরিচিত পাঁচতারকা হোটেল সারাতোগায় গতকাল শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছেন।
তবে এ ঘটনাকে কোনো সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না দেশটির কর্তৃপক্ষ।
রয়টার্স জানায়, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এক টেলিভিশনকে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানান, ঐতিহাসিক ও উচ্চমানের এই হোটেলে বিস্ফোরণটি গ্যাস লিকেজের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, 'এটি কোনো বোমা হামলার ঘটনা নয়।'
পরে তিনি রাজধানী হাভানার ক্যালিক্সটো গার্সিয়া হাসপাতাল আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় রয়টার্সকে বলেন, 'এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।'
করোনার ২ বছরের ধকল কাটিয়ে কিউবার পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টার সময়েই এই দুর্ঘটনাটি ঘটল। করোনাকালের বেশিরভাগ সময় সংস্কারের জন্য সারাতোগা হোটেল বন্ধ ছিল।
কিউবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের সময় হোটেল সংলগ্ন একটি স্কুলে ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে ১৫ জন শিশুর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণে আহত ১ শিশু মারা গেছে।
এখন পর্যন্ত ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments