ইউক্রেনে বন্দি ২ রুশ সেনার সাড়ে ১১ বছরের কারাদণ্ড

পূর্ব ইউক্রেনের একটি শহরে গোলাবর্ষণের দায়ে বন্দি ২ রুশ সেনাকে মঙ্গলবার সাড়ে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন ইউক্রেনের একটি আদালত। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দ্বিতীয় সাজার ঘটনা।
ইউক্রেনের খারকিভের কাছে দেরহাচিতে হাউস অব কালচারে রাশিয়ার বোমা হামলার পর অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর কাজ করছেন। ১১ মে, ২০২২। ছবি: রয়টার্স

পূর্ব ইউক্রেনের একটি শহরে গোলাবর্ষণের দায়ে বন্দি ২ রুশ সেনাকে মঙ্গলবার সাড়ে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন ইউক্রেনের একটি আদালত। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দ্বিতীয় সাজার ঘটনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার ববিকিন এবং আলেকজান্ডার ইভানোভ মধ্য ইউক্রেনের কোতেলেভস্কা জেলা আদালতে রায়ের সময় উপস্থিত ছিলেন। তারা দু'জনেই গত সপ্তাহে দোষী সাব্যস্ত হন।

বিচারক এভেন বোলিবোক বলেন, ববিকিন এবং ইভানোভের দোষ পুরোপুরি প্রমাণিত হয়েছে। প্রসিকিউটররা তাদের ১২ বছরের শাস্তির দাবি করেন। কিন্তু, প্রতিরক্ষা আইনজীবীরা বলেন- তাদের ৮ বছরের সাজা হওয়া উচিত কারণ তারা অনুশোচনা প্রকাশ করেছেন এবং আদালতের আদেশ মেনে চলেছেন।

রয়টার্স বলছে, তারা গত সপ্তাহে স্বীকার করেছেন যে, দু'জনেই একটি আর্টিলারি ইউনিটের অংশ ছিলেন। ওই ইউনিটটি রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে গ্রাড ক্ষেপণাস্ত্র দিয়ে খারকিভ অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা করেছিল।

প্রসিকিউটররা বলেন, গোলাবর্ষণের ফলে সীমান্তের ওপারের বেশ কয়েকটি বসতির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বাড়িঘর এবং ডেরহাচি শহরের একটি শিক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ববিকিন এবং ইভানোভের মধ্যে একজন আর্টিলারি চালক এবং একজনকে বন্দুকধারী হিসেবে বর্ণনা করা হয়েছে। সীমান্ত অতিক্রম করে গোলাবর্ষণের পর তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২৩ মে ইউক্রেনের একটি আদালত নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার দায়ে এক রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Comments