ইউক্রেন সংকট নিয়ে পুতিন-জিনপিং ফোনালাপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, আজ শুক্রবার বিকেলে পুতিনের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন।
শি জিনপিং বলেন, 'পূর্ব ইউক্রেনের পরিস্থিতি দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং চীন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য রাশিয়া ও ইউক্রেনকে আহ্বান জানায়।'
গতকাল বৃহস্পতিবার রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছে, বিমান হামলা চালিয়েছে এবং দেশের গভীরে সেনা পাঠিয়েছে।
বেইজিং তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার এই হামলার বিষয়ে একটি সতর্ক কূটনৈতিক পথে রয়েছে। চীন 'রাশিয়ার হামলা' নিয়ে নেতিবাচক মন্তব্য কিংবা নিন্দা জানাতে অস্বীকার করেছে।
পুতিনের সঙ্গে আলাপকালে শি বলেন, 'শীতল যুদ্ধের মানসিকতা ত্যাগ করা, সমস্ত দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া ও সম্মান করা এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা' গুরুত্বপূর্ণ।
চীনা গণমাধ্যম জানায়, পুতিন রাশিয়ার "বিশেষ সামরিক অভিযান" শুরু করার কারণ সম্পর্কে শিকে জানান। তিনি বলেন, 'ন্যাটো এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করেছে।'
রাশিয়া ইউক্রেনের সঙ্গে "উচ্চ পর্যায়ের" আলোচনা করতে প্রস্তুত বলেও শিকে জানান পুতিন।
Comments