ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত: ৭ আরোহীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার ৭ জনকে নিয়ে নিখোঁজ হওয়ার পর হেলিকপ্টারটির সন্ধানে অভিযান চালায় ইতালির ফায়ার ব্রিগেড। ছবি: রয়টার্স

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। 

আজ শনিবার  টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার এই ৭ জনকে নিয়ে নিখোঁজ হয় হেলিকপ্টারটি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটি হারিয়ে যায়।

রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ২ দিন পর আজ  উদ্ধারকারীরা হেলিকপ্টারটি এবং এর ৭ আরোহীর মরদেহের সন্ধান পান।

মোডেনা শহরের প্রিফেক্ট অফিস এক বিবৃতিতে জানায়, ‍নিহতদের মধ্যে ৪ জন তুরস্কের এবং ২ জন লেবাননের নাগরিক। ব্যবসায়িক কাজে ইতালিতে অবস্থান করছিলেন তারা। নিহত আরেকজন হচ্ছেন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক।

 

Comments

The Daily Star  | English

Election in first half of February

'I will send a letter to the CEC requesting that the Election Commission holds the election before the upcoming Ramadan,' says Yunus

12m ago