কিয়েভের সামরিক ঘাঁটি এলাকায় বিস্ফোরণ

কিয়েভে বিস্ফোরণের পর একটি ঘরের চিত্র। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটি এলাকায় বিস্ফোরণ ঘটেছে।

 আজ শনিবার সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অংশে বিস্ফোরণ দেখা গেছে এবং শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, কিয়েভের উত্তর-পশ্চিমে একটি এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ওই এলাকায় একটি সামরিক ঘাঁটি রয়েছে।

রাজধানীতে সিএনএন'র সাংবাদিকরা শহরের পশ্চিম ও দক্ষিণে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ইউক্রেনের স্টেট সার্ভিস অফ স্পেশাল কমিউনিকেশন জানিয়েছে,পূর্ব উপশহরেও সংঘর্ষ চলছে।

Comments

The Daily Star  | English

Farewell of Pope Francis at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

2h ago