কিয়েভের সিটি সেন্টারের উত্তরে রুশ ট্যাংক

ইউক্রেনের কিয়েভের সিটি সেন্টারের উত্তরে অবস্থিত ওবোলন এলাকার মধ্য দিয়ে রুশ ট্যাংক চলতে দেখা গেছে।
আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক ঘণ্টার মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওবোলনের আবাসিক এলাকায় রুশ বাহিনী ঢুকে পড়েছে।
ভিডিওগুলো স্থানীয় বাসিন্দারা তাদের মোবাইল ফোনে ধারণ করেছেন। বিবিসি নিশ্চিত করেছে, ভিডিওতে দৃশ্যমান জায়গাটি ওবোলনে অবস্থিত।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৩৩টি বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে।
ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রুশ বাহিনী রাজধানী কিয়েভের ঠিক বাইরের অঞ্চলে প্রবেশ করবে। ইউক্রেনের সেনারা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ৪টি ফ্রন্টে অবস্থান রক্ষা করছে।
বিস্ফোরণ ও গোলাগুলির কারণে আনুমানিক ১ লাখ মানুষ প্রধান শহরগুলো থেকে পালিয়েছে। বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ সেনারা বেলারুশ থেকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে কিয়েভের উত্তরে বন্ধ হয়ে যাওয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নিয়েছে।
মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করা এবং সরকারকে পতন করা। পুতিন ইউক্রেনের এই সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল বলে মনে করেন।
Comments