ইউক্রেনে হামলা

জাতিসংঘের নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো, ভোট দেয়নি চীন-ভারত

রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। ছবি: রয়টার্স

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিষয়ে খসড়া নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি।

আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদের অন্য ১১ সদস্য নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। খসড়া প্রস্তাবটি এবার ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা হতে পারে।

রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, 'নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য (রাশিয়া) ক্ষমতার অপব্যবহার করে প্রতিবেশীকে আক্রমণ করেছে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে আছি।'

রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে।

খসড়া নিন্দা প্রস্তাবকে রুশ বিরোধী উল্লেখ করে যারা ভোট দেয়নি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

ভোটের পরে নেবেনজিয়া বলেন, 'ইউক্রেন বিষয়ে এই খসড়া নিন্দা প্রস্তাব আরেকটি নৃশংস, অমানবিক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।'

Comments

The Daily Star  | English
Aminul Islam Bulbul new BCB president

Bulbul 'agrees' to take over BCB president's post

Aminul Islam Bulbul is coming to the Bangladesh Cricket Board as its president, the former national team captain himself confirmed to The Daily Star.

44m ago