ভূমধ্যসাগর থেকে ৩০৫ অভিবাসী উদ্ধার

ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৩০৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা একটি অতিরিক্ত বোঝাই নৌকায় করে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল। নৌকাটি ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে অসুবিধায় পড়ে।
প্রতিবেদন আরও বলা হয়েছে, ইতালি উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে কোস্টগার্ডের ২টি ইউনিট অভিবাসীদের উদ্ধার করে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১৭ জন নারী এবং ৬ জন শিশু আছে।
কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটি ছোট আকারের হওয়ায় উদ্ধার অভিযানটি কঠিন হয়ে যায়। আশঙ্কা ছিল অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
ইতালিতে সাম্প্রতিক সময়ে অভিবাসী নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া শত শত মানুষ বর্তমানে তিনটি দাতব্য নৌকায় নিরাপদ বন্দরের অপেক্ষায় আছে।
Comments