ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস, নিহত ২

গ্রিসের ইভিয়া দ্বীপের লিমনি গ্রামে দাবানলের জ্বলন্ত শিখা। ৬ আগস্ট, ২০২১। ছবি: রয়টার্স

গ্রিসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির রাজধানী এথেন্সের উত্তরের শহরগুলো থেকে হাজার হাজার পর্যটক ও বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে দেশটিতে এ পর্যন্ত অন্তত দু'জনের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। ফলে, একজন অগ্নিনির্বাপক কর্মীসহ কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

এথেন্সের কাছের এলাকাগুলো ধোঁয়ায় ভরা ছিল। সেখানকার কিছু বাসিন্দাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

১৫০ টিরও বেশি স্থানে আগুনের খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি অঞ্চল উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপের অনেক দেশের মতো গ্রিসও এবারের গ্রীষ্মে চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেছেন, এই আগুন 'জলবায়ু পরিবর্তনের বাস্তবতা' দেখিয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ২০টি জল বোমা বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক বাহিনী এবং বিমান পাঠানো হচ্ছে।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

53m ago