রাশিয়ায় একদিনে রেকর্ড ৯২৯ জনের মৃত্যু

রাশিয়াতে প্রথমবারের মতো করোনায় একদিনে রেকর্ড ৯২৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার টিকাদানের হার কম এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপে সরকারের অনাগ্রহের মধ্যে রেকর্ড মৃত্যু হলো বলে জানিয়েছে এপি।
রাশিয়ার রাষ্ট্রীয় করোনা টাস্ক ফোর্স বুধবার ৯২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এ নিয়ে চলতি মাসে চতুর্থবার দৈনিক মৃত্যুর রেকর্ড ভাঙল। এর আগে মঙ্গলবার সর্বোচ্চ ৮৯৫ জনের মৃত্যু নিবন্ধিত হয়েছিল।
টাস্ক ফোর্স বুধবার নতুন করে আরও ২৫ হাজার ১৩৩ জনের আক্রান্ত হওয়ার তথ্যও জানিয়েছে।
সেপ্টেম্বরের শেষে দেশটি সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পেতে শুরু করে। এর জন্য কম সংখ্যক রাশিয়ানদের টিকা দেওয়াকে দায়ী করেছেন অনেকে। মঙ্গলবার পর্যন্ত, রাশিয়ার ১৪৬ মিলিয়ন নাগরিকের মধ্যে প্রায় ৩৩ শতাংশ এক ডোজ টিকা পেয়েছেন এবং ২৯ শতাংশ সম্পূর্ণ টিকা পেয়েছেন।
তবে, সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পেলেও সরকারি কর্মকর্তারা লকডাউন আরোপের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আঞ্চলিক কর্তৃপক্ষ সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেবে।
Comments