সুইডেন-ফিনল্যান্ডকে ন্যাটোয় নিতে রাজি তুরস্ক

প্রথমে ঘোর আপত্তি জানালেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দিতে আগ্রহী উত্তর ইউরোপের দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে সমর্থন দিয়েছে তুরস্ক।
মাদ্রিদ সম্মেলনে ন্যাটোর নেতারা। ২৮ জুন ২০২২। ছবি: রয়টার্স

প্রথমে ঘোর আপত্তি জানালেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দিতে আগ্রহী উত্তর ইউরোপের দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে সমর্থন দিয়েছে তুরস্ক।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে, সংশ্লিষ্ট ৩ দেশ একে অন্যের নিরাপত্তা রক্ষার সম্মত হওয়ায় গত কয়েক সপ্তাহের 'নাটকের' সমাপ্তি হলো।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হওয়া ৩ দিনের শীর্ষ সম্মেলনের আগে প্রায় ৪ ঘণ্টা দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্তে পৌঁছান ৩ দেশের নেতারা।

একে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, এর ফলে, পরমাণু শক্তিধর ন্যাটোয় যোগ দিতে সুইডেন ও ফিনল্যান্ডের বড় কোনো বাধা থাকলো না।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেন, 'আমাদের ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি করেছেন। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য হতে তুরস্ক সমর্থন দেবে বলে নিশ্চিত করেছে।'

আগামী ২ দিনের মধ্যে এ বিষয়ে নতুন উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালিনা অ্যান্ডারসন টুইটার পোস্টে বলেন, 'এইমাত্র সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্ক গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। ন্যাটোয় সুইডেনের যোগ দেওয়ার পথ পরিষ্কার হলো।'

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকেও পৃথক বার্তায় ৩ দেশের সমঝোতা চুক্তির কথা জানানো হয়।

ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ গণমাধ্যমকে জানিয়েছেন, এখন ন্যাটোর ৩০ নেতারা সুইডেন ও ফিনল্যান্ডকে জোটে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

স্টলটেনবার্গ বলেন, 'দরজা খোলা। ন্যাটোয় সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন।

বাইডেন টুইটারে বলেন, 'এর মাধ্যমে জোট শক্তিশালী ও আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত হবে।'

বিষয়টিকে জনসন 'চমৎকার সংবাদ' বলে অভিহিত করেছেন।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

15m ago