ন্যাটোর জন্য নিরপেক্ষতা ছাড়লে ভুল করবে ফিনল্যান্ড: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সামরিক নিরপেক্ষতার ঐতিহ্যগত নীতি ছেড়ে ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ডের জন্য ভুল কাজ হবে। দেশটির পররাষ্ট্র নীতিতে এই ধরনের পরিবর্তন রাশিয়া-ফিনল্যান্ড সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সামরিক নিরপেক্ষতার ঐতিহ্যগত নীতি ছেড়ে ন্যাটোতে যোগ দেওয়া ফিনল্যান্ডের জন্য ভুল কাজ হবে। দেশটির পররাষ্ট্র নীতিতে এই ধরনের পরিবর্তন রাশিয়া-ফিনল্যান্ড সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আজ শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

ক্রেমলিনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার ২ দিন পর ২ দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হলো। মস্কো এর আগে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আগ্রহকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।

এদিকে নিনিস্তোর কার্যালয় জানিয়েছে, রাশিয়ার ন্যাটোতে যোগদানে বিরত রাখার চেষ্টা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ফিনল্যান্ডের নিরাপত্তা পরিবেশকে কীভাবে পাল্টে দিয়েছে— ফোনালাপে নিনিস্তো পুতিনকে সেই বর্ণনা দিয়েছেন।

নিনিস্তো উল্লেখ করেছেন, ফিনল্যান্ড প্রতিবেশী রাশিয়ার সঙ্গে 'সঠিক ও পেশাদার উপায়ে' সম্পর্ক বজায় রাখতে চায়।

Comments