তারা বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার!
বিশ্বে প্রতিনিয়ত নানা বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়। বিশ্বের সবচেয় লম্বা মানুষ, খাটো মানুষ এসব বিষয় হয়তো অনেকেই জানেন। কিন্তু কারও কি জানা আছে, সবচেয়ে লম্বা সদস্যের পরিবার কোনটি? এখানে পরিবার বলতে ওই পরিবারের বাবা-মা-ভাই-বোনকে বোঝানো হয়েছে।
তাহলে চলুন আজ জেনে নেই সবচেয়ে লম্বা পরিবারটি সম্পর্কে। সম্প্রতি তারা বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।
গত ১৩ এপ্রিল এই পরিবারটি সম্পর্কে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এস্কোতে বসবাসরত ট্রাপ পরিবার এখন বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার। পরিবারে স্কট-ক্রিসি দম্পতির এক ছেলে ও ২ মেয়ে। তারা হলেন অ্যাডাম, সাভানা ও মলি। পরিবারের সদস্যদের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চির বেশি। তাদের সম্মিলিত উচ্চতা প্রায় টেনিস কোর্টের অর্ধেক দৈর্ঘ্যের সমান।
পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ২২ বছর বয়সী অ্যাডাম ট্র্যাপ। পরিবারে বাবা-মা এবং বোনদের মধ্যে তার উচ্চতা সবচেয়ে বেশি। তিনি ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা। অ্যাডামের বোন সাভানার ট্রাপের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং আরেক বোন মলি স্টিডের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ৩ ভাই-বোনেই কলেজে বাস্কেটবল নতুবা ভলিবল খেলেন।
অ্যাডামের বাবা স্কটের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং মা ক্রিসের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।
অ্যাডাম বলেন, আমার বোন প্রথমবারের মতো ফোন করে আনুষ্ঠানিকভাবে আমাদের পরিবারের রেকর্ডের বিষয়টি জানান। আমরা এ সময় ভীষণ আনন্দিত ছিলাম এবং এটি আমাদের জন্য বিশ্বাস করা প্রায় কঠিন ছিল।'
সাভানা বলেন, 'আমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন আমাদেরকে নিয়ে গর্বিত। তারা এটি নিয়ে গর্ব করেন যে, তারা এখন বিশ্বের সবচেয়ে লম্বা পরিবারকে চেনেন।'
পরিবারের প্রধান কর্তা স্কট বলেন, 'আমি যখন প্রাথমিকে ছিলাম তখন শিক্ষকের চেয়েও লম্বা ছিলাম।'
অ্যাডামের মা ক্রিস সবসময় মজা করে বলেন, 'আমি এই পরিবারের সবচেয়ে খাটো মানুষ'
ট্রাপ পরিবার মনে করে উচ্চতা তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বয়ে আনে।
সাভানা মূলত অভিনয়, মডেলিং কিংবা জীবিত ব্যক্তি (নারী) হিসেবে সবচেয়ে বড় হাতের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেন। মলি মনে করেন এক সময় তার নিজের পরিবারের সদস্যরা সবচেয়ে লম্বা হবে।
এই পরিবার মনে করেন তাদের উচ্চতা যারা নিজেদের একটু আলাদা বা স্বতন্ত্রভাবে ভাবতে চান তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করবে।
এই পরিবার বিশ্বকে জানাতে চান, কোনো একটি বৈশিষ্ট্য কাউকে সংজ্ঞায়িত করে না। মানুষকে কেমন দেখায় তা দিয়ে কাউকে বিচার করা থেকে দূরে রেখে গুন দিয়ে বিচার করতে শেখাবে।
সাভানা বলেন, 'আপনি কে তা আলিঙ্গন করার মধ্যেই আনন্দ এবং স্বাধীনতা আছে।'
Comments