বাইডেন-জিনপিং ফোনালাপ, সংঘাত এড়ানো নিয়ে আলোচনা

ছবি: রয়টার্স

দীর্ঘ সাত মাস পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট  শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার জানিয়েছে,গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিট ফোনালাপ হয়। এ সময় তারা দুই দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা যেনো সংঘাতে না গড়ায়, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ব্যাপারে আলোচনা করেন।

হোয়াইট হাউজের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাইডেন ও  জিনপিং 'বিস্তারিত ও কৌশলগত' আলোচনা করেছেন । আলোচনায় অর্থনৈতিক বিষয়, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ফোনালাপে বাইডেন ইন্দো-প্যাসিফিক ও বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন । প্রতিযোগিতা যেনো সংঘাতে পরিণত না হয়, তা নিশ্চিত করার ব্যাপারে দুই দেশের দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন দুই নেতা।'

চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, ফোনালাপে জিনপিং বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের উচিত কৌশলগত সাহস, অন্তর্দৃষ্টি ও রাজনৈতিক সাহসিকতা প্রদর্শন করা এবং যত তাড়াতাড়ি সম্ভব চীন-মার্কিন সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের সঠিক পথে ফিরিয়ে আনা।'  

Comments