বিশ্বে আক্রান্ত ৪০ কোটি ছাড়াল

রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৭ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৪০ কোটি ৪ লাখ ছাড়িয়েছে।

আজ বুধবার সকাল আটটায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৪০ কোটি ৪ লাখ ১৮ হাজার ৪৪১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৭ লাখ ৬২ হাজার ৫১৮ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৭০ লাখ ৫১ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৯ লাখ ৮ হাজার ৮১৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪ হাজার ৬২ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩৪ হাজার ১১৮ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৬৭০ এবং মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

4h ago