করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৪৪ লাখ ১ হাজার, শনাক্ত ২০ কোটি ৯৯ লাখ

Corona_test.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪৪ লাখ এক হাজার মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ২০ কোটি ৯৯ লাখের বেশি।

আজ শুক্রবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৪১৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৪ লাখ এক হাজার ৮৭৮ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৭২ লাখ ৯১ হাজার ৭৩৯ জন এবং মারা গেছেন ছয় লাখ ২৫ হাজার ১৫৩ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৩ হাজার ৪৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি চার লাখ ৯৪ হাজার ২১২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭২ হাজার ৬৪১ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪৮২ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৮০৭ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৮৭৮ এবং মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন।

Comments

The Daily Star  | English

Over 14 million people could die from US foreign aid cuts: study

USAID had provided over 40 percent of global humanitarian funding until Trump returned to White House

32m ago