বিশ্বে মৃত্যু ৫২ লাখ ৬২ হাজার, শনাক্ত ২৬ কোটি ৬৩ লাখ

ছবি: রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫২ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৬ কোটি ৬৯ লাখের উপরে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৬৭৭ জন এবং শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৬৩৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৯৬৫ জন এবং শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১০১ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৬ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ১৯২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৬২ হাজার ১৩৪ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ৭ লাখ ৮৯ হাজার ৭৪২ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৫৬১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৭৪৪ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৮২১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩৫৯ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন।

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

1h ago