বিশ্বে মৃত্যু ৫৪ লাখ ৪৮ হাজার, শনাক্ত ২৯ কোটি ২৩ লাখ

ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৯ কোটি ২৩ লাখের উপরে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৩০৫ জন এবং শনাক্ত হয়েছেন ২২ লাখ ৮১ হাজার ৭০৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৩ হাজার ২৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭১ হাজার ২৫৪ জন।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৯ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮৫ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৪ লাখ ৪৮ হাজার ৭৫৮ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৮ লাখ ২৭ হাজার ৭২৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৮৮২ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৯২০ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৮৭৪ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৮১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago