বিশ্বে মৃত্যু ৫৮ লাখ ছাড়াল

রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৮ লাখের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৪০ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে।

আজ শনিবার সকাল আটটায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৪০ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৮২২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৮ লাখ ৬৪০ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ২ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ৯ লাখ ১৮ হাজার ১১০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ১৭৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৮৭ হাজার ২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩৭ হাজার ৪০৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭৭১ এবং মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

41m ago