ইরাকে আইএসের হামলায় নিহত ১১

ইরাকের পূর্বে দিয়ালা প্রদেশের একটি গ্রামে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় এক নারীসহ ১১ জন নিহত হয়েছেন।
islamic state fighters
ফাইল ছবি। ছবি: সংগৃহীত

ইরাকের পূর্বে দিয়ালা প্রদেশের একটি গ্রামে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় এক নারীসহ ১১ জন নিহত হয়েছেন।

ইরাকের যৌথ অপারেশন কমান্ডের বিবৃতির বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে 'নিরস্ত্র বেসামরিক' মানুষকে লক্ষ্য করে চালানো এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

নিরাপত্তা ও চিকিৎসা সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বন্দুকধারীরা হামলায় বেশ কয়েকটি গাড়ি এবং আধা-স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করেছে বলে জানিয়েছে পুলিশ।  

জয়েন্ট অপারেশনস কমান্ড বলছে, এ  হামলা চালিয়েছে আইএস।

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

8h ago