ইরানের সঙ্গে আলোচনা চায় সৌদি আরব

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ছবি: রয়টার্স

'প্রধান শত্রু' হিসেবে বিবেচিত প্রতিবেশী ইরানের সঙ্গে পঞ্চমবারের মতো সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা করছে সৌদি আরব।

আজ রোববার রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

গতকাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেছেন, যদি ইরানের সঙ্গে বিশ্বশক্তির সই করা ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্জীবিত হয় তাহলে তা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্বেগের 'নতুন শুরু, শেষ নয়'।

তিনি আরও বলেন, 'ইরানকে গুরুত্বের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো দেখতে হবে। আমরা আশা করি, নতুন কার্যপ্রণালী বের করার ইচ্ছা তাদের আছে।'

'ইচ্ছা থাকলে উপায় বের হবেই। তবে তা দেখা যাচ্ছে না' বলেও মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, আগের আলোচনাগুলোয় 'বাস্তবিক অগ্রগতি না হলেও' চিরবৈরী দেশ দুটির মধ্যে পঞ্চমবারের মতো আলোচনার পরিকল্পনা করছে সৌদি আরব। পাশাপাশি, তেহরানকে মধ্যপ্রাচ্যে তার ভূমিকা বদলানোর অনুরোধও জানানো হয়েছে।

২০১৬ সালে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর, গত বছর ইরাকের মধ্যস্থতায় বৈরী দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয়।

চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন, রিয়াদ রাজি থাকলে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত।

Comments

The Daily Star  | English

Consensus reached to establish permanent HC benches in divisional level: Ali Riaz

Broad agreement among parties regarding decentralisation of the judiciary, he said

2h ago